মাকসুদা আকতার প্রিয়তী | ২৬ জুলাই ২০১৭ | ৯:৫১ পূর্বাহ্ণ
একটি বিষয়ে আপানদের অভিমত জানতে চাচ্ছি এই এনালাইস করার জন্য।
আমি সম্প্রতি বাংলাদেশ প্রতিদিন সংবাদ পত্রে পড়লাম, ডাস্টবিন এ নবজাতকের লাশ প্রায় ই পাওয়া যাচ্ছে , আবার ইচ্ছাকৃত অকাল গর্বপাত করছেন, তাও বিনে পাওয়া যাচ্ছে। এইটি কি শুধু মাত্র নিচু শ্রেণীর, অসহায় , গরীব মানুষ গুলোই করছে ? যারা কাজের অভাবে ভাত পাবে না, শুধুই কি তারা? নাকি সাথে অন্য কিছু কারণ জড়িত ?? আপানদের তথ্য ও মতামত আমার সাথে শেয়ার করলে খুশী হবো, কেন বাড়ছে এই মর্মান্তিক, বেদনাদায়ক ঘটনা গুলো ? সরকারে পক্ষ থেকে কোন ধরনের সুযোগ- সুবিধা আছে কিনা? বা সামাজিক ভাবে ? বা কোন এন জি ও বা কোন সামাজিক প্রতিষ্ঠান?
স্বাভাবিক ভাবেই পেটের ভাত না পেলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। কিন্তু আমরা তো আর আদিম যুগে নাই। আমাদের সভ্য সমাজ এর কিন্তু দায়ভার রয়েই যায়। নানান সমস্যার জর্জরিত এই শহরে, বড় বড় সমস্যার মাঝে এই ধরনের মর্মান্তিক ঘটনা গুলো ধামাচাপা পরে যায়। কে শুনে বা দেখে, পৃথিবীর আলো থেকে বঞ্চিত হওয়া সেই নবজাতকের কান্না।