আসিফ হাসান কাজল- মাগুরা প্রতিনিধি: | ২১ আগস্ট ২০১৭ | ১০:৩৪ পূর্বাহ্ণ
১৯৯২ সালে মাত্র ২২ জন সদস্য নিয়ে স্থাপিত ক্রীড়া ক্লাব এর নাম পেট্রিয়ট স্পোর্টিং ক্লাব। মাগুরা সদরের আখসেন্টার এলাকায় জন্মগ্রহন করা ক্লাব টি দেখতে দেখতে পার করল ২৫ বছর!
২৫ বছর পূর্তি উপলক্ষে আখসেন্টার প্রাঙ্গনে ঈদুল আযহার পরবর্তী দিন পর্যন্ত চলবে বিভিন্ন খেলাধুলা সহ ক্রীড়া অনুষ্ঠান।
এখন ক্লাবটির সদস্য সংখ্যা ৬২ জন। ২০১২ সালে সরকারি রেজিস্ট্রেশন করা ক্লাবটি এই ৫ বছর এ কোন সরকারি অনুদান বা জেলা ক্রীড়া সংস্থার হাত থেকে পাইনি কোন সাহায্য।
ক্লাবটির সভাপতি ফিরোজ আহম্মেদ এই বিষয়ে বলেন, বর্তমান যুব সমাজ দিন দিন সবুজ মাঠ থেকে হারিয়ে মাদকের দিকে ঝুঁকছে। ক্রীড়ায় একমাত্র মাদক থেকে দূরে রাখে।
প্রতিদিন ই খেলাধুলার প্রোগ্রাম থাকায় ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য নাসিরুল ইসলাম সবুজ মাগুরাবাসী কে আখসেন্টার মাঠে খেলা দেখতে আসারও আমন্ত্রণ জানান।
গতকাল ছিল ফুটবল লীগ ফাইনাল। ৫ দলের অংশগ্রহণে বিজয়ী দল স্পার্ক অনলাইন কে শুভেচ্ছা ও অনুষ্ঠানের শেষ দিন পুরস্কার দেওয়া হবে।