নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই ২০১৮ | ৯:০৯ অপরাহ্ণ
প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী গরীব সঞ্জয় এবার ‘তোরে ভালোবেসে’ শিরোনামের একটি ফোক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। গানটি লিখেছেন গীতিকার এডি পিনব, সুর করেছেন অপু খান, সংগীত পরিচালনায় ছিলেন রিয়েল আশিক। মিক্স মাস্টারিং করছেন হালের ক্রেজ সংগীত পরিচালক এফ এ সুমন। এই গানটি জ্বালা এলবাম এর ৩য় গান।
গরিব সঞ্জয় ইউটিউব চ্যানেল থেকে আজ প্রকাশিত হলো। গরীব সঞ্জয় এর ৭৩ তম গান ” তোরে ভালবেসে “।
উল্লেখ্য, ১৯৯৬ সালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী থেকে ওস্তাদ হরিপদ চৌধুরীর কাছ থেকে প্রথম হাতে ক্ষরি। পরে নিয়াজ মোহাম্মাদ চৌধুরী। ২০০১ সাল থেকে বারী সিদ্দিকী ২০১৭ সাল পর্যন্ত ফোক গানের সাধ রস উপলদ্দি করেন।
বর্তমানে শিল্পী এফ এ সুমন এর সাথে সঙ্গ নিয়ে গানে প্রানের সন্ধান মিলে। ২০০৭ সালে বাংলাদেশ টেলিভিশন এর তালিকা ভুক্ত শিল্পী । গীতিকার, সুরকার ও কন্ঠ শিল্পী হিসাবে রয়েছে অনেক পরিচিতি। সংগীতা, জি সিরিজ ও গরীব সঞ্জয় চ্যানেলে রয়েছে গান।