
ডেস্ক | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
বহুদিন ধরে প্রেম করছেন কলকাতার তারকা জুটি দীপক অধিকারী দেব ও রুক্মিণী মিত্র। তাদের এই সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপা নেই। অনেক দিন ধরে তাদের বিয়ের কানাঘুষাও চলছে। তবে সে ব্যাপারে নিশ্চিত কোনো খবর নেই। সকলেই রয়েছেন অপেক্ষায়।
তারই মাঝে সোশ্যাল মিডিয়ার ভক্তদের চমকে দিলেন নায়ক দেব। তিনি বিয়ের কার্ড শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। তাতে বড় বড় করে লেখা ‘শুভ বিবাহ’। সেই ছবি নিয়ে চলছে প্রবল জল্পনা। তবে কি টলিউডের হাই প্রোফাইল বিয়ের সানাই বাজতে যাচ্ছে?
শুধু জল্পনা নয়, ব্যাপকভাবে শেয়ারও হচ্ছে দেবের সেই পোস্টটি। অনেকেই জানতে চাইছেন কবে বিয়ে, কার সঙ্গে বিয়ে। রুক্মিণীকেই কনে ভাবছেন সবাই। আবার কেউ কেউ মনে করছেন, এটা নিছকই একটা সিনেমা এবং তার পাবলিসিটি স্টান্ট।
কার্ডের ছবির সঙ্গে দেব লিখেছেন, ‘অন্য কেউ ফাঁস করার আগে আশা করি সবাই আশীর্বাদ করবেন।’ কাজেই অভিনয় ও রাজনীতিক জীবন সামলে এবার যদি টলিউডের সুপারহিট এই নায়ক সত্যি সত্যি বিয়েটা করেই ফেলেন, তবে অবাক হবেন না কেউ।
Posted ১১:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar