অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবাহ | ২৯ জুন ২০১৮ | ৭:১৫ অপরাহ্ণ
রাজনীতিতে লেখা পড়ার বিকল্প নাই। উন্নত রাষ্ট্রে লিডারশীপ এর উপর প্রচুর পড়াশুনা করতে হয়। দর্শন, ধর্ম শাস্ত্র, নীতিবিদ্যা ও রাষ্ট্রবিদ্যা ছিল প্রাচীন রাজনীতির আবশ্যিক পাঠ্য। এর পর যোগ হয় ইতিহাস ও অর্থনীতি। আধুনিক যুগে সমাজবিদ্যা ও সাহিত্য যোগ হয়েছে। উদাহরণস্বরূপ আনোয়ার ইব্রাহীম যিনি ৭২ বছর বয়সে শেক্সপিয়ার এর ৩৭টি বিখ্যাত নাটক অধ্যয়ন শেষ করেছেন।
আমাদের দেশে অনেক রাজনীতিজ্ঞ আছেন যারা প্রচুর লেখাপড়া করেন। তবে রাজনীতিতে মিড লেভেলে লেখাপড়া হতাশাজনক। পকেট পলিটিক্স রাজনীতির মেরু দন্ডকে ভেঙ্গে দিচ্ছে। মুখস্ত সব বিদ্যা জাহির করা হয়। প্রজ্ঞাহীন রাজনীতি রাজনীতিকে, ক্যান্সারে পরিণত করেছে। প্রজ্ঞা নয়, এখন শুধুই রাজনীতির বয়স হিসাব করা হয়।
দেশ ও দলের উন্নতির স্বার্থে লেখাপড়কে রাজনীতির সংশ্লিষ্টতার সাথে প্রাধান্য দিতে হবে। মনে রখতে হবে অজ্ঞ আর বিজ্ঞ এক নয়, এক হতে পারে না।