
| মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | প্রিন্ট
করোনার কারণে শুটিং বন্ধ। শোবিজ অঙ্গনের অধিকাংশ মানুষ গৃহবন্দি সময় কাটাচ্ছেন। কেউ এ সময় শরীরচর্চায় মনোযোগী হয়েছেন, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় বেশি দিচ্ছেন।
এ ভাবেই কেটে যাচ্ছে দিন। চিত্রনায়িকা পূজাও রয়েছেন এই তালিকায়। পূজার দিনের বেশির ভাগ কাটছে ফেইসবুক, টুইটারে। আর তাতেই বেঁধেছে বিপত্তি! মেসেঞ্জারে প্রায় প্রতিদিনই প্রেম এবং বিয়ের প্রস্তাব পাচ্ছেন এই নায়িকা।
পূজা বাস্তবে প্রেম করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাস্তবে করছি না। তবে ফেইসবুকে নিয়মিত প্রেম ও বিয়ের প্রস্তাব পাচ্ছি। তবে এ সবে কান দেই না।’ তিনি আরো বলেন, ‘লকডাউনে বাধ্য হয়ে বাসায় থাকতে হচ্ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটছে বেশি। বাকি সময় বাসার টুকটাক কাজ এবং মার সঙ্গেই কেটে যায়।’ পূজা অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘জ¦ীন’, ‘শান’, ‘হৃদিতা’, ‘মাসুদ রানা’ উল্লেখযোগ্য।
Posted ১০:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
ajkerograbani.com | faroque
.
.
Archive Calendar