অনলাইন ডেস্ক | ০৩ জুন ২০১৭ | ১১:৩৬ পূর্বাহ্ণ
রিপাবলিক অব আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিও ভরদকর। নিজের দল ফাইন গায়েল পার্টির নেতা নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন এই দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
৩৮ বছর বয়সী এই নেতা দেশটির ইতিহাসে প্রথম সমকামী এবং সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেবেন। আয়ারল্যান্ডের বর্তমান জোট সরকারের সবচেয়ে বড় দল ফাইন গায়েল পার্টি।
এর আগে দলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দেশের সাবেক গৃহায়নমন্ত্রী সিমন কোভেনেকে ৬০ শতাংশ ভোটের ব্যবধানে হারান লি ভরদকর। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্য-ডানপন্থি ফাইন গায়েল পার্টির নেতা হিসেবে এন্ডা কেনির স্থলাভিষিক্ত হবেন তিনি।
ভরদকর মূলত ভারতীয় বংশোদ্ভূত এক নার্স ও চিকিৎসক দম্পতির ছেলে। তার বংশ পরিচয়, বয়স এবং যৌনতার কারণে বিভিন্ন সময়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। ইতিমধ্যে তাকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।