অগ্রবাণী ডেস্ক | ২৩ মে ২০১৭ | ২:২১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার রাতে পবিত্র উমরাহ্ পালন করেছেন। তিনি বর্তমানে সৌদি আরবে চারদিনের সরকারি সফরে রয়েছেন।
শেখ হাসিনা প্রথমে পবিত্র কাবা শরিফের চার পাশে তোয়াফ করেন এবং পরে সাফা ও মারওয়ায় হাঁটেন এবং দৌড়ান। তিনি দেশবাসী ও সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীও উমরাহ পালন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মক্কা নগরীতে মসজিদে নববীতে মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার অনুষ্ঠিত প্রথম আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের আমন্ত্রণে ২১ মে সৌদি আরবে যান। আজ বিকেলে দেশের উদ্দেশে তাঁর মক্কা ত্যাগ করার কথা।