আজকের অগ্রবাণী ডেস্ক | ১০ আগস্ট ২০১৭ | ৭:২৮ অপরাহ্ণ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বৃহস্পতিবার গণভবনে তার কাছে এই চিঠি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলেননি।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মোদি সরকারের তিন বছরের মূল্যায়ন নিয়ে লেখা ‘মার্চিং উইথ অ্যা বিলিয়ন’ নামে একটি বইয়ের কপিও তুলে দেন ভারতীয় হাইকমিশনার।
বইটি লিখেছেন ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের জ্যেষ্ঠ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক উদয় মাহুরকার। তিনি এই বইয়ে নরেন্দ্র মোদি সরকারের মিডটার্ম পর্যালোচনা করেন। এতে মোদি সরকারের ক্ষমতার তিন বছরের নানা দিক ও শাসন এবং সরকারের কাজের প্রধান ক্ষেত্রসমূহ গুরুত্ব পায়।