অনলাইন ডেস্ক | ২৫ অক্টোবর ২০১৭ | ৫:২৫ অপরাহ্ণ
হলিউডের ক্ষমতাধর প্রযোজক হারভের বিরুদ্ধে জনপ্রিয় বেশ কিছু হলিউড অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। অনেক অভিনেত্রী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও করেছেন। আর এই ঘটনার পর একে একে যেন মুখ খুলছেন বিভিন্ন দেশের অভিনেত্রীরা। তারা তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তা বিষয়ে মুখ খুলছেন এখন। কদিন আগেই বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এবার বলিউডের আরেক অভিনেত্রী নেহা ধূপিয়া।
তিনি যখন বলিউডে কাজ করার সুযোগ খুঁজছিলেন সেই সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন তিনি। তিনি বলেন, মডেলিং দিয়ে আমার ক্যারিয়ার শুরু। কিন্তু আমার স্বপ্ন ছিল বলিউডে কাজ করা। কিন্তু আমি প্রথম দিকে প্রতারণার শিকার হয়েছিলাম। সঙ্গে সঙ্গে যৌন হেনস্তারও। একজন প্রযোজক আমাকে ডেকেছিলেন অডিশনের জন্য। মুম্বইয়ের একটি পাঁচ তারকা হোটেলে এই অডিশন হয়েছিল। তবে অডিশনের সময় নির্মাতা কিংবা আর কেউ ছিলেন না সেখানে। কেবল সেই প্রযোজক। আমি হোটেলরুমে যেতেই তিনি আমাকে মদ্যপানের প্রস্তাব করলেন। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। এরপর তিনি আমাকে ইঙ্গিত করলেন বিছানায় শুয়ে পড়ার। আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভয়ও পাচ্ছিলাম। কোনো মতে একটি দৌড় দিয়ে বের হয়ে পড়ি হোটেল রুম থেকে। এরপর আর কখনও কোথাও একা যাইনি। সেই প্রযোজকের সঙ্গে পরে দেখা হয়েছে অনেকবার। কিন্তু সে আমার চোখে চোখ মেলাতে পারেনি।