
হাবিব মোস্তফা | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গত বছরের ৮ জুলাই ময়মনসিংহের মেয়ের রুশী চৌধুরী বিয়ে করেন কণ্ঠশিল্পী মেহরাব। রুশী ঢাকার চারুকলা থেকে ফাইন আর্টসে মাস্টার্স করেছেন।
এদিকে কিছুদিন আগেই এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেহরাবের নিজস্ব ইউটিউব চ্যানেল মেহরাব’র যাত্রা শুরু হয়েছে। আর এই ইউটিউব চ্যানেলেই প্রকাশিত হয়েছে মেহরাবের নতুন গান ‘শোন না’। আর এই গানটিতেই প্রথমবারের মতো মডেল হয়েছেন তারই সহধর্মিণী রুশী চৌধুরী। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শোয়েব লিয়াকত ও মেহরাব। সঙ্গীতায়োজন করেছেন মেহরাব। অনেকটা হঠাৎ করেই মেহরাবের স্ত্রীর তার গানে মডেল হওয়া। গানটি প্রকাশের পর থেকেই গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন মেহরাব।
রুশী চৌধুরী বলেন, ‘মিডিয়াতে টুকটাক কাজ এর আগেও করেছি আমি। তবে এবারই প্রথম কোনো গানের মিউজিক ভিডিতে এভাবে মডেল হওয়া। অবশ্য মেহরাবের প্রবল আগ্রহ ছিল বলেই এতে মডেল হওয়া। কাজটি করেও ভীষণ ভালো লেগেছে আমার। গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। মেহরাবের ভক্ত দর্শকেরা আমাকে সাদরে গ্রহণ করেছেন, এটিই আমার বড় প্রাপ্তি। গানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
মেহরাব বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই এই গানে আমার সহধর্মিণীর মডেল হওয়া। প্রথম মিউজিক ভিডিওতে মডেল হওয়া হলেও রুশী ছিল বেশ স্বাভাবিক। নিজেকে বেশ সাবলীলভাবে উপস্থাপন করেছে রুশী। তার আমার গানে মডেল হওয়ার বিষয়টি আমাকে বেশ আনন্দ দিয়েছে। গানটি প্রকাশের পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি।’
উল্লেখ্য রুশী চৌধুরী আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar