অগ্রবাণী ডেস্ক | ৩০ মে ২০১৭ | ৪:৪৯ অপরাহ্ণ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওভালে আজ প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটে পাঠানো ভারতের ইনিংসের শুরুতেই আঘাত হেঁনেছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। ৭ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২৪ রান। রোহিত শর্মাকে মাত্র ১ রানে বোল্ড করে ফেরান রুবেল। আর ব্যক্তিগত ১১ রানে আজিঙ্কা রাহানেকে বোল্ড করেন মোস্তাফিজ।
মাশরাফির জায়গায় আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।