অগ্রবাণী ডেস্ক: | ১২ এপ্রিল ২০১৭ | ১২:২৯ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক যুগল। প্রথমে প্রেমিক মেহেদী (১৮) আত্মহত্যা করেন। প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে আত্মহত্যা করেন প্রেমিকা রাবেয়া আক্তার রুমা (১৭)।
সোমবার বিকালে প্রেমিক মেহেদীর আত্মহত্যার পর মঙ্গলবার বিকালে প্রেমিকা রুমা আত্মহত্যা করেন। ঝুলন্ত অবস্থায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ফতুল্লা মডেল থানার এসআই সাফিউল আলম জানান, নিহত দুজন দেওভোগ নাগবাড়ি এলাকার আলী আহাম্মেদের বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলামের ছেলে মেহেদী এবং পার্শ্ববর্তী পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষ মাথা এলাকায় গাঙুলী বাড়ির ভাড়াটিয়া হাকিমের মেয়ে রুমা।
পার্শ্ববর্তী এলাকায় বসবাস করায় মেহেদী ও রুমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তাদের উভয় পরিবারে জানাজানি হলে ঝগড়া হয়।
এনিয়ে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে সোমবার বিকালে মেহেদী আত্মহত্যা করে। পরে খবর পেয়ে মঙ্গলবার বিকালে রুমাও নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পৃথক দুটি ঘটনায় ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে নিহতদের পারিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কোনো বক্তব্য দেয়নি। [LS]