অনলাইন ডেস্ক | ০৫ এপ্রিল ২০১৭ | ৬:৩৪ অপরাহ্ণ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। তারপর প্রেম। সেই টানেই ব্রাজিল থেকে বাংলাদেশে, লাতিন সুন্দরী জেইসা অলিভেরিয়া সিলভা। রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের সঞ্জয় ঘোষের বাড়িতেই এখন বসবাস তার। সবকিছু ঠিক থাকলে সঞ্জয়কে বিয়ে করে বাংলাদেশেই থাকার ইচ্ছে সিলভার। বিয়ে নিয়ে আপত্তি নেই সঞ্জয়ের পরিবার ও এলাকাবাসীরও।
বন্ধুত্বের বিমূর্ত ভালোলাগা কী আর দেশ কাল মানে! তাইতো বন্ধুর সান্নিধ্যে দূর দেশ থেকে এই ছুটে আসা।
ব্রাজিলিয়ান তরুনী জেইসা অলিভেরিয়া সিলভা। ১৮ মাস আগে ফেসবুকে পরিচয় রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের সঞ্জয় ঘোষের সাথে। সেই পরিচয় থেকেই ঘনিষ্ট বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মাঝে।
প্রতিদিনের কথা বিনিময় থেকেই সিলভার সাধ হয় সঞ্জয়ের দেশে পাড়ি জমানোর। তাইতো সবাইকে চমকে দিয়ে গেলো সোমবার সঞ্জয়ের বাড়িতে হাজির ব্রাজিলিয়ান তরুনী। সিলভার ইচ্ছে ক’দিন থেকে যদি ভালোলাগে, তবে সঞ্জয়কে বিয়ে করে থেকে যাবে বাংলাদেশে।
গ্রামের সাদামাটা পরিবারে একজন বিদেশীনির আগমন, চমকে দিয়েছে এলাকাবাসীকেও।
সঞ্জয় ঘোষ বর্তমানে একটি দূরপাল্লার পরিবহনে সুপারভাইজার হিসেবে কাজ করেন। আর সিলভা কাজ করেন ব্রাজিলে মিউনিসিপাল অ্যাসিসট্যান্ট হিসেবে। তার পরিবারে রয়েছে দুই ভাই। তবে বাংলাদেশী বন্ধুর সাথে তার বিয়ের ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জানা যাবে কদিন পর।