
ডেস্ক | বুধবার, ১১ মার্চ ২০২০ | প্রিন্ট
কুড়িগ্রামে দুই দিন ধরে শিকলবন্দী থাকা এক শিক্ষার্থীকে অবশেষে উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল থেকে তাকে শিকল দিয়ে পা বেঁধে ঘরে বন্দী করে রাখা হয়।
এলাকাবাসী জানায়, সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের ওই ছাত্রী পরিবারের সম্মতি ছাড়া পার্শ্ববর্তী এক যুবকের সাথে বিয়ে রেজিস্ট্রি করে। এতে পরিবার ক্ষিপ্ত হয়ে তাকে শিকল দিয়ে পা বেঁধে ঘরে বন্দী করে রাখে।
এ ঘটনা এলাকাবাসী জানতে পেরে বুধবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে তাকে শিকলমুক্ত করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, মেয়েটিকে থানায় নিয়ে এসে সমাজসেবা অফিসারের নিকট হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া মেয়েটিকে আইন অনুযায়ী তার প্রকৃত অবিভাকের হাতে দেয়া হবে। প্রকৃত অবিভাবক নিতে অস্বীকৃতি জানালে সেফ হোমে পাঠানো হবে।
Posted ১০:২৫ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |