আজকের অগ্রবাণী ডেস্ক | ১৪ আগস্ট ২০১৭ | ১:১১ অপরাহ্ণ
প্লাস্টিকের ডিম তৈরি করে আসল ডিমের সঙ্গে মিশিয়ে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা- এমনটাই শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। কিন্তু এবার মাছেও আর বাকি রইল না।
বাজারে মাছ কিনতে গেলেও এবার সাবধান হয়ে যান। মাছটা আসল না নকল! নকল প্লাস্টিকের ডিম, চাল প্রকাশ্যে আসার পর বাজারে এখন এটাই চর্চার মূল বিষয়। বাজারে এখন একটাই আলোচনা। মাছটা প্লাস্টিকের নয় তো?
ডিমের পর এবার প্লাস্টিক মাছ। ডিম, চাল আতঙ্ক কাটতে না কাটতেই বাজারে ছড়াল প্লাস্টিক মাছ। লন্ডনের আফ্রিকান বাজারে ছড়িয়েছে এই প্লাস্টিক মাছ। যার দাম ১০০ পাউন্ড। টাকার অংকে যার পরিমাণ প্রায় সাড়ে আট হাজার টাকা। সম্প্রতি এই মাছেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা মাছটাই প্লাস্টিকের তৈরি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফোমের মতো মাছটি আঙ্গুল দিয়ে চাপ দিলেই বেরিয়ে আসছে পানি।