অগ্রবাণী ডেস্ক | ০৬ এপ্রিল ২০১৭ | ৭:৪৬ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের শরীরে এসিড ছুঁড়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মেয়ে মিথিলার মুখ ও মা লাকী বেগমের মাথার কিছু অংশ ঝলছে গেছে। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর শাহজাহান রোলিং মিল এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা মজিবুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপর মা ও মেয়েকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।
সাবেক ব্যাংক কর্মকর্তা মজিবুর মিয়া জানান, তার দোতলা বাড়ির নিচ তলায় সাতটি ভাড়াটিয়া রয়েছে। আর তিনি স্বপরিবারে দোতলায় বসবাস করেন। এর মধ্যে বাবুল ড্রাইভার নামে এক ব্যক্তি ৮ মাস আগে ২ হাজার ৮শ’ টাকায় একটি রুম ভাড়া নিয়ে এক ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ ৪ জন বসবাস করছেন।
বৃহস্পতিবার ভোরে হৈ চৈ শুনে বাসার নিচ তলায় নেমে আশপাশের ভাড়াটিয়াদের কাছ থেকে শুনতে পেরেছি তার ভাড়াটিয়ার স্ত্রী ও স্কুলছাত্রী মেয়ের উপর দুর্বৃত্তরা এসিড ছুড়েছে। তবে বাবুল ড্রাইভার ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আমাকে কিছুই বলেনি।
বাবুল ড্রাইভার জানান, তার মেয়ে মিথিলা স্থানীয় শিহাচর ন্যাশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ভোর ৬টায় মা ও মেয়ে ঘুমিয়ে ছিল। ওই সময় অজ্ঞাত দুর্বত্তরা রুমের পিছুনের জানালা দিয়ে এসিড ছুড়লে মিথিলার চোখ মুখ ও তার মায়ের মাথায় লাগে।
তিনি জানান, এর আগে আমি গাড়ি চালাতে চলে যাই। ফোনে আমার ছেলে বিল্লাল বিষয়টি আমাকে জানান। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |