অনলাইন ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০১৭ | ৮:২৩ অপরাহ্ণ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে গতকাল বুধবার পাটকাঠির তৈরি সীমানা বেড়া সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাজমুল মোল্লা ওরফে নান্নু নামে এক কৃষক নিহত এবং ছয়জন আহত হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জোছনা (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। নিহত নান্নু (৪৫) ওই গ্রামের মোহাম্মদ শেখের ছেলে ও জিয়াউর রহমানের সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কালাম শেখের সঙ্গে প্রতিবেশী জিয়াউর রহমানের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে পাটকাঠির তৈরি সীমানা বেড়া সরানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এর জেরে দুপুরে দুই পরিবারের সমর্থকরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের সমর্থকরাও সংঘর্ষে যোগ দেয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জিয়াউর রহমানের সমর্থক নান্নু গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে।
এ ঘটনায় নিহতের চাচা জিয়াউর রহমান বাদি হয়ে আজ বৃহস্পতিবার থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি জোসনা (২৬)কে গ্রেপ্তার করেছে।
আলফাডাঙ্গা থানার ওসি নাজমুল করিম জানান, তুচ্ছ কারণে এ ঘটনা ঘটেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।