অনলাইন ডেস্ক | ২২ মে ২০১৭ | ১১:৫২ অপরাহ্ণ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদী গ্রামে কুমার নদে ডুবে আজ সোমবার দুপুরে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের রিজাউল মজুমদারের ছেলে জামাল মজুমদার (১১) ও একই গ্রামের রাসেল মজুমদারের শারীরিক প্রতিবন্ধী খাদিজা (৮)। ওই শিশু পরস্পর চাচা ও ভাতিজি। জামাল ও খাদিজা দুজনই স্থানীয় ধর্মদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক জানান, সোমবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে গিয়ে ডুবে যায় জামাল। জামালকে ডুবে যেতে দেখে খাদিজা তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। পরে স্থানীয় লোকজন দুই শিশুর লাশ নদী থেকে উদ্ধার করে।
চরযশোরদী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. নজরুল ইসলাম টিটু জানান, আজ সন্ধ্যায় পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে।