নিজস্ব প্রতিবেদক | ০২ অক্টোবর ২০১৭ | ১:১৮ অপরাহ্ণ
ফরিদপুরের সালথায় বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে গ্রাম বাংলার ঐহিত্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আজ সোমবার (০২ অক্টোবর) বিকালে বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমার নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নৌকা বাইচে বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২০-২৫টি নৌকা অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।
নিরাপত্তার প্রস্তুতির বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদেরকে জানান, নৌকা বাইচের অনুষ্ঠানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। নদীর পাড়সহ এর আশপাশ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আগত দর্শনার্থীদের শরীর তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ চেকিংয়ের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ।
বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন- বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, মশিউর রহমান যাদু মিয়া , সভাপতি, জাকের পার্টির ফরিদপুর জেলা কমিটি, মোহাম্মাদ মোবাশ্বের হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এস এম মহিউদ্দিন, সহকারী পুলিশ কমিশনার নগরকান্দা সার্কেল, ফরিদপুর, ফারুকুজ্জামান ফকির মিয়া, সাধারন সম্পাদক সালথা উপজেলা আওয়ামী লীগ ও মো. বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ।