অগ্রবাণী ডেস্ক | ৩১ মার্চ ২০১৭ | ২:৩৬ অপরাহ্ণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দি গ্রামের কবরস্থানের পাশ থেকে মানিক চন্দ্র সাহা নামে এক মুদি দোকান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মানিক সাহা প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে ভাঙ্গা বাজারের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে কে বা কারা মানিক সাহাকে মেরে বাড়ির পাশের কবরস্থানের কাছে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রাতেই লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, গত রাত ২টার দিকে স্থানীয়রা নিহতের বাড়ির পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য আজ সকালে মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মানিক চন্দ্র সাহা ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দি গ্রামের মৃত গোলক চন্দ্র সাহার পুত্র।
-এলএস