কবি দীপান্বিতা গাঙ্গুলী | ১১ জুলাই ২০১৮ | ৯:০১ অপরাহ্ণ
ভায়োলিনটা ক্রমাগত বেজে চলে বুকের গভীরে ,
তাকে কী করে নৈঃশব্দ্যের গান শোনাই ?
রাতের মেঘের কাছে লুকিয়ে রেখেছি আমার হৃদয় স্বপ্নেও সৃষ্টিতে।
আজ তারি কাছে আমার পৃথিবী
সুরে সুরে কথা বলে এই দগ্ধতার ইতিহাস ,
রঙিন কাগজে মোরা মেঘলা দিনের বাতাস
ছুঁয়েও হারায়,,,
ঐ দিকে ল্যাম্পপোস্টের আলো ,,
চিকেচিকে জল কান্নার আড়ালে ,,,
নৈকট্যে সাথিদের ঠোঁটে চাটুলতার হাসি,
বাইরে প্রলেপ লাগানো সুগন্ধি আতর !
তবুও এই ইতিহাসের পাতা
এফোঁড় ওফোঁড় করতে করতে রাত কাটে ,
ভোরের সোনার নৈবেদ্য সাজাতে গিয়ে
ভাবি সব ভুল রংধনুর সাজ ।
কিন্তু ঐ ভুল দিয়েই আবার
ভুলের ইতিহাস লেখা ,
এ যেন এক মরন ফাঁদ।