অগ্রবাণী ডেস্ক | ০৮ মার্চ ২০১৭ | ১২:০৩ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বিকেল সাড়ে তিনটার দিকে তেজগাঁও থানা পুলিশ তেজতুরি বাজারের একটি বাসা থেকে অর্পা আনিকা মৈত্রী (২১) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
অর্পা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। নোয়াখালী জেলা সুধারাম উপজেলার মাইজদী কোর্ট গ্রামের মোশারফ হোসেন তার পিতা।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে যে কোনো সময় গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটি ফাঁস দেয়। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |