নিজস্ব প্রতিনিধি | ১১ জুলাই ২০১৮ | ২:০০ পূর্বাহ্ণ
সামুয়েল উমতিতির গোলে রাশিয়া বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশিত করেছে ফ্রান্স। ম্যাচের ৫২তম মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে বেলজিয়ামের জালে পাঠান উমতিতি।
সেইন্ট পিটার্সবুর্গে শুরু থেকেই বল দখল আর আক্রমণের এগিয়ে ছিল বেলজিয়াম। ১৫তম মিনিটে। কেভিন ডে ব্রুইনের পাসে ডি-বক্স থেকে হ্যাজার্ডের কোনাকুনি শট দূরের পোস্টের বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর অপর প্রান্তে ব্লেইস মাতুইদির চেষ্টা ব্যর্থ করে দেন গোলকিপার থিবো কর্তোয়া।
পরের মিনিটে আবারও ডি-বক্স থেকে জোরালো শট নিয়েছিলেন হ্যাজার্ড। ডিফেন্ডার রাফায়েল ভারানে কোনোমতে মাথা লাগানোয় বল ক্রসবারের উপর দিয়ে যায়। ২২তম মিনিটে দুর্দান্ত সেভে বেলজিয়ামকে গোলবঞ্চিত করেন উগো লরিস। কর্নার থেকে বল পেয়ে ডি-বক্স থেকে টবি আল্ডারভাইরেল্ডের আচমকা শট ডানে ঝাঁপিয়ে ফেরান। ৩৯তম মিনিটে বাঁজামাঁ পাভার্দের কোনাকুনি শট দুর্দান্তভাবে ঠেকিয় ফ্রান্সকে গোল করতে দেননি কর্তোয়া।