
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
ক্লাবে দুর্দান্ত পারফরম করেছেন, তাও সুযোগ মেলেনি জাতীয় দলে। ফ্রাঙ্কো আরমানির ইনজুরিতে কোপা আমেরিকার আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হয়েছিল সুযোগ। নিজেকে প্রমাণ করে জায়গাটা ধরেও রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।
কোপা আমেরিকার সেমিফাইনালে এসে নিজেকে প্রমাণ করলেন এই গোলরক্ষক। টাইব্রেকারে কলম্বিয়ার নেয়া পাঁচ শটের মধ্যে তিনটিই ঠেকিয়ে দেন তিনি।
ম্যাচশেষে স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন মার্টিনেজ। জানিয়েছেন নিজের অনুভূতির কথা। ফাইনালে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েও ভয় নেই তার মনে। জানান, এমন কিছুর জন্যই এতদিন ধরে বাড়ির বাইরে আছেন তারা।
তিনি বলেন, আমি আরো অনেক দিন আগে এমন কিছুর জন্যই ঘর ছেড়েছিলাম। আমরা ৪০দিন বন্দি অবস্থায় ছিলাম। আর সত্যি বলতে আমার আসলে বলার মতো কোনো শব্দ নেই। আমার মনে হয় আমরা একমাত্র দল যারা অন্য কাউকে দেখিনি।
মার্টিনেজ আরো বলেন, ৭০ জন সদস্য এখানে একটি স্বপ্ন নিয়ে এসেছে। আমরা ফাইনাল খেলতে চেয়েছি। আর সেখানে যদি প্রতিপক্ষ ব্রাজিল হয়, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তারা দারুণ দল, প্রতিদ্বন্দ্বি, কিন্তু আমাদের একজন ভালো কোচ আছে এবং আমরা বিশ্বসেরা।
Posted ১:১১ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar