আসিফ হাসান কাজল- | ১৯ মার্চ ২০১৮ | ৬:১১ অপরাহ্ণ
গতকাল মধ্যরাতে মাগুরা নতুন বাজার এলাকায় পাটের গুদামে আগুন লাগায় অন্তত ১০ কোটি টাকার ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন পাট ব্যাবসায়ীরা। সোমবার দিবাগত রাত ২ ঘটিকায় পাটের গুদামে আগুন লাগায় জীবনের ঝুঁকি নিয়ে দুই ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে মাগুরা দমকলবাহিনী।
স্টেশন ইনচার্জ গোলাম সরোয়ার এ ঘটনায় বলেন, গতকাল রাত ২.১০ মিনিটে মাগুরা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল এ পৌছে জীবন বাঁজি রেখে ১২ জন সদস্যের ইউনিট এই আগুন নিয়ন্ত্রন করেছে। এসময় তিনি বলেন গুদামে থাকা পাট আংশিকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই আগুন লাগার ঘটনায় গোডাউন মালিক নায়েব আলী বলেন, আমার গোডাউনে অন্তত ৮০০ মন পাট পুড়ে যাওয়ায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে স্থানীয় ব্যাবসায়ীরা বলেন, আগুন নিয়ন্ত্রণকারী ব্যাক্তিদের কৃতিত্বপূর্ণ কর্মগুনে ও দক্ষতায় একাধিক ব্যাবসা প্রতিষ্ঠান কোটি কোটি টাকার বিপুল পরিমান ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। নতুন বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশে সবই পাটের গুদাম ছিল, ফায়ার সার্ভিস দ্রুত এসে দক্ষতার পরিচয় দেওয়ায় এসব গুদাম আগুন লাগার হাত থেকে রক্ষা পেল! এই ঘটনায় স্থানীয়রা মাগুরা ফায়ার সার্ভিস ষ্টেশন ও পুরো টিম এর উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এই নিয়ে অল্প দিনের ব্যাবধানে ২ বার আগুন লাগলো। কিভাবে আগুন এর সূত্রপাত জানতে চাওয়া হলে স্টেশন ইনচার্জ বলেন,এই আগুন লাগার সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে, তবে প্রাথমিক ধারনায় তারা বৈদূতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে আনুমানিক ধারনা করছেন। এব্যাপারে আগুন নির্বাপণে ও এই বিষয়ে সকলকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন।