মোহাম্মদ নেভাল | ৩১ আগস্ট ২০১৭ | ৭:৫৭ অপরাহ্ণ
মাননীয় এম পি মহোদয় জনাব.মুহাম্মদ ফারুক খান(ভাই) এর সরাসরি হস্তক্ষেপে বিদ্যুতের আলোয় আলোকিত হলো মুকসুদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের প্রভাকরদি গ্রামের নম-সুদ্র পাড়া।মাননীয় এম পি মহোদয় কে উক্ত এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।ধন্যবাদ জানাই রাজু মিয়া(মামা) কে যার সফল প্রচেষ্টার ফলে ৩ নং ওয়ার্ডের প্রভাকরদি গ্রামের নম-সুদ্র পাড়া আজ আলোকিত।ধন্যবাদ জানিয়ে ছোট করবো না এনায়েত ভাইকে যে টোটাল বিষয়টার সমন্বয় সাধন করেছে।ভাল মন-মানুষিকতার এক উজ্জ্বল দৃস্টান্ত এনায়েত ভাই।