সাহা শুভ | ২৫ মে ২০১৭ | ৬:৪৫ অপরাহ্ণ
মুহাম্মাদ ফারুক খান এমপি
মুহাম্মাদ ফারুক খান এমপি শুধু একটি নাম নয়, শুধু একটি ব্যাক্তি নয়! মুহাম্মাদ ফারুক খান মুকসুদপুর, কাশিয়ানীর ব্রান্ড! যেই ব্রান্ডকে কাছে পেয়ে মুকসুদপুর এর সাধারন জনগণ আজ ধন্য মনে করে! যেই ব্রান্ড প্রতিটি মানুষের সুখ দুঃখের সঙ্গী, যেই ব্রান্ড কখনো তার নিজস্ব চিন্তা ভাবনা করে না সব সময় গরীব দুঃখী ও মেহনতী মানুষের কথা চিন্তা করে! যার একটি হাসি চলার পথের অনুপ্রেরনা! এক কথায় আমরা গর্ব করে বলতে পারি যে ফারুক খাঁন নামক একটি ব্রান্ড আমাদের চলার পথের অঙ্গীকার ও সুখ দুঃখের সঙ্গী হিসাবে পেয়েছি এ জন্য আমরা ধন্য।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু নেত্রী!
সাহা শুভ
সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগ।
লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত