শেখ চয়ন | ১২ জুলাই ২০১৭ | ৫:১৬ অপরাহ্ণ
দীর্ঘ এক যুগেরও পরে হতে যাচ্ছে প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আমার নিজ উপজেলা মুকসুদপুরের নতুন কমিটি গঠন। এখানে শুধু মাত্র পরিশ্রমী, ভদ্র,শিক্ষিত ও নেতৃত্ব দেওয়ার সকল যোগ্যতা আছে, যাকে কর্মীদের নেতা হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা হবে না।
ছাত্রলীগের জন্য কাজ করবে তাকে নেতা নির্বাচন করা হবে বলে আশা করি।
নব্য উথিত নিজেকে অনেক বড় নেতা পরিচয়দানকারী মুকসুদপুর উপজেলায় ছাত্রলীগের রাজনীতি করেন না এমন কোন ছাত্রলীগ নেতা কর্মী এখানে কোনো প্রভাব খাটাতে বা সিদ্ধান্ত দিতে পারবেন না। এদের থেকে দুরে থেকে দলের জন্য, শেখ হাসিনার জন্য, ফারুক ভাইর জন্য কাজ করে যেতে উপজেলার সকল ছাত্রলীগ নেতা কর্মী ভাইকে আহবান জানাচ্ছি।
(শেখ চয়নের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)