
আল সিরাজী | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | প্রিন্ট
ও ভাই কর্নেল অলি,
আমি কবি তোমায় কিছু বলি।
তুমি আবার আসো বিএনপিতে ফিরে,
তোমায় রাখবে হাজার লক্ষ কর্মী ঘিরে।
তোমার সাদের ভাবি না আজ জেলে?
বিদেশ বিভুইয়ে পড়ে আছে তার ছেলে।
তার আপন বলতে এখানে কেউ নাই,
এই দুঃখের কথা আমি কবি কাহারে যে বুঝাই।
তুমি না মা খালেদার সন্তান তূল্য দেবর?
কত না তোমায় করেছে মায় আদর?
কি করে আজ অভিমানে দূরে সরে রও?
তুমি আগের মত আবার ভাবির পাশে এসে বও।
আন্দোলনে তুমি দিলে ডাক,
বাংলার মাটি হবে ফাঁক।
সেই ফাকে জালিম সরকার যাবে ডুবে,
গণতন্ত্রের সূর্য উঠবে আবার পূবে।
বিএনপি বানাবে তখন তোমায় রাষ্ট্রপতি,
সারা বাংলার তুমিই হবে অধিপতি।
আমি কবি তোমায় দিচ্ছি এই ওয়াদা,
তোমার দিলে একটু রহম কর না পয়দা।
বিএনপি এখন মাঝি বিহীন পালতোলা এক নৌকা,
তাই তুমি ভাই, হাতে লও না জিয়ার হাতের বৈঠা।
তোমার জন্য কবির শুভ কামনা।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar