অগ্রবাণী ডেস্ক | ৩০ জুলাই ২০১৭ | ১২:২৮ পূর্বাহ্ণ
ফুটবল মাঠে আবার দুর্ঘটনা। প্রীতি ম্যাচে পায়ের তলায় পৃষ্ট হয়ে মারা গেলেন দুই সমর্থক। আহত বহু। এদের মধ্যে অনেকেই অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পরও ম্যাচ বন্ধ হয়নি। মাঠের মধ্যে দর্শক ও খেলোয়াড়রা এই ঘটনার টেরও পায়নি।
ঘটনাটি জো’বার্গের সকার সিটি স্টেডিয়াম। যেখানেই হয়েছিল ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল। সেখানেই আজ শনিবার প্রীতি ম্যাচ চলছিল সোয়েটোর দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব কাইজার চিফস ও অরল্যান্ড পিরেটসের মধ্যে। ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন ৮৭ হাজার দর্শক। স্টেডিয়ামের একটি গেটে দর্শক মধ্যে হুড়োহুড়িতে পায়ের তলায় পৃষ্ট হয়ে মারা যান দু’ জন। আহত হন অনেকেই। ম্যাচের লাইভ টেলিকাস্ট করছিল একটি টিভি চ্যানেল। ম্যাচটি ১-০ গোলে জেতে কাইজার চিফস।
২০০১-এ এমনই এক দুর্ঘটনায় এলিস পার্কে। স্টেডিয়ামে পায়ের তলায় পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ৬৩ জন। সেবারও ম্যাচ হয়েছিল কাইজার চিফস ও অরল্যান্ড পিরেটেসের মধ্যে।