অনলাইন ডেস্ক | ১৬ নভেম্বর ২০১৭ | ১২:৫৮ অপরাহ্ণ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাতলাসেন গ্রামে ২৫ জনকে কামড়িয়েছে একটি শিয়াল। তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ চারজনকে ময়মনসিংহ শহরের সূর্যকান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় ওই গ্রামবাসীকে কামড়ায় শিয়ালটি।
খোঁজ নিয়ে জানা যায়, কাতলাসেন গ্রামে শিয়ালের কামড় খাওয়াদের মধ্যে বিভিন্ন বয়সী ১৫ নারী, সাত শিশু ও তিন পুরুষ রয়েছে।
সূর্যকান্ত হাসপাতালে কর্তব্যরত জ্যেষ্ঠ নার্স মাসুদ রানা ও ওয়ার্ড মাস্টার রফিক উদ্দিন জানান, কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া চারজন হলো জোবেদা খাতুন (৭০), আক্তারা (১০), মাজহারুল (১০) ও খোদেজা (৬০)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যায় একটি শিয়াল গ্রামে ঢুকে রাস্তা ও আশপাশের বাড়িতে ঢুকে লোকজনকে একের পর এক কামড়াতে ও খামচাতে থাকে। এ সময় আতঙ্ক ছোটাছুটি করেন গ্রামবাসী।
হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনরা জানান, সন্ধ্যায় কেউ নামাজের প্রস্তুতি বা রান্নাঘরে গৃহস্থালি কাজ করছিলেন। হঠাৎ শিয়াল তাদের আক্রমণ করে। শিয়ালটি লোকজনের পা কামড়ে ধরে ও শরীরে খামচি কেটে দ্রুত পালিয়ে যায়।