
| বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | প্রিন্ট
ফেনীতে গত ২৪ ঘন্টায় ১৮৫টি নমুনা পরীক্ষার রিপোর্টে আরও ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ২ জন। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০.৮১ শতাংশে দাঁড়িয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় নতুন শনাক্তকৃতদের মধ্যে সদরে ২৯ জন, দাগনভূঞা উপজেলায় ৩ জন, সোনাগাজী উপজেলায় ৪ জন, ছাগলনাইয়া উপজেলায় ৯ জন, ফুলগাজী উপজেলায় ১ জন ও পরশুরাম উপজেলায় ১০ জন রয়েছে। এ ছাড়াও ফেনীর বাহিরের জেলার ১ জন শনাক্ত রোগী রয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়,এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৫১২ জনে। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন রোগী। মৃত্যুবরণ করেছে মোট ৭৪ জন রোগী। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫৭৩ জন।
আজ বৃহস্পতিবার পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে মোট ২৪ হাজার ৫৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ২৪ হাজার ৪৬০টি নমুনার ফলাফল পাওয়া গেছে। গতকাল পর্যন্ত টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৬৫ হাজার ২৬৭ জন।
এদিকে আজ ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে কোভিড সাসপেক্টেড হয়ে ৯১ জন ভর্তি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূইয়া। তিনি জানান, এর মধ্যে ২৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। ৬৯ জন রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাদেরকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।
Posted ১০:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar