অগ্রবাণী ডেস্ক | ২৬ মে ২০১৭ | ৮:০৬ অপরাহ্ণ
দু’জনে ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কিছুদিন হলো। দু’জনের ১৪ বছরের একটা ছেলেও আছে। তবে ফ্যামিলি অ্যালবাম এখন শুধুই স্মৃতি। মালাইকা-আরবাজের মধ্যে এখন আইনের দেয়াল। ঘনিষ্ঠদের আশা ছিল ফের যদি সম্পর্কটা জোড়া লাগে। কিন্তু সেটা বোধহয় আর হচ্ছে না। এরই মধ্যে নাকি নতুন করে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন আরবাজ খান। ভাই সালমানের মতো তারও প্রেমিকা রোমানিয়ান। এখন প্রশ্ন উঠছে সালমান খানের পরিবারের সবাই কি রোমানিয়ার ভক্ত? তাহলে আর বাকি আছে একটি ভাই। তার কী হবে?
শোনা যাচ্ছে, ডিভোর্স হতে না হতেই আরবাজ নাকি আবার বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হচ্ছেন। বলিউড টাউনে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, আরবাজ নাকি আলেকজান্দ্রিয়া নামে একজন রোমানিয়ান মেয়ের সঙ্গে প্রেম করছেন। খুব তাড়াতাড়ি নাকি এই রোমানিয়ান প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন তিনি বলে জানা গছে।
সম্প্রতি একটি সাক্ষৎকারে আরবাজ নিজেই জানিয়েছেন যে তিনি ওই বিদেশিনীর সঙ্গে ডেট করছেন। এই সাক্ষৎকারে তিনি বলেন, “আলেকজান্দ্রিয়া আমার বন্ধু। আমরা ডেট করছি, আবার করছিও না। আমাদের এখনও অনেকটা পথ চলা বাকি। ”
আরবাজ কি আলেকজান্দ্রিয়ার সঙ্গে বাকি জীবনটা কাটানোর বা বিয়ের ইঙ্গিত দিলেন এই কথার মাধ্যমে। তা অবশ্য এখনই কিছু বলা যাবে না।