অগ্রবাণী ডেস্ক: | ২৪ জুন ২০১৭ | ৬:৪৫ অপরাহ্ণ
ফের ভারত-পাকিস্তান মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। চলছে সীমান্তে উপর্যুপরি গুলিবর্ষণ। হেভি শেলিং। সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষ।
ভারতের অভিযোগ- ফের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ফের এলোপাতাড়ি মর্টার হামলা চালিয়েছে দেশটি। ভারতীয় সেনার তরফে পাল্টা জবাবও দেওয়া হচ্ছে।
জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে চলছে দুইপক্ষের মধ্যে তুমুল হেভি শেলিং। গত কয়েকদিনে একাধিকবার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং করেছে পাকিস্তান। আর প্রত্যেকটি হামলায় পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতীয় সেনা।
অন্যদিকে, গত কয়েকদিনের ঘটনায় ইতিমধ্যে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সেনার তরফে। পাশাপাশি, সীমান্ত সংলগ্ন এলাকাগুলি খালি করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে সরিয়ে নিরাপদ জায়গাগুলিতে নিয়ে যাওয়া হয়েছে।