অনলাইন ডেস্ক: | ০৫ জুলাই ২০১৭ | ১২:৪৫ অপরাহ্ণ
ফেসবুকে আপত্তিকর এক পোস্টের পরিপ্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনার বাদুরিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন বাস্তবতায় ওই এলাকায় বিএসএফের ৪০০ সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি : এনডিটিভি
মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে এক কিশোরের আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের অনুরোধে গতকাল মঙ্গলবার বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৪০০ সদস্যকে মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ওই দিন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ৭০ কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়ায় হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী। এ ঘটনার পর ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পোস্টের পর থেকেই বাদুরিয়াজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে।
মঙ্গলবার বাদুরিয়া পরিস্থিতি নিয়ে জানতে চাইলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনডিটিভির কাছে রাজ্যের গভর্নর কেশরী নাথ ত্রিপাঠির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গভর্নর আমার সঙ্গে বিজেপি নেতার মতো কথা বলেছেন। আমাকে হুমকি দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, আমি দায়িত্ব ছাড়ার কথা ভাবছি…আমি খুবই অপমানবোধ করেছি।’
‘গভর্নর আমাকে নির্বাচিত করেনি। জনগণ আমাকে নির্বাচিত করেছে। গভর্নরের আচরণ অপ্রত্যাশিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমার সঙ্গে (এ ধরনের) কথা বলার সাহস কোথায় পেয়েছেন তিনি?’
মমতার বক্তব্যের জবাবে গণমাধ্যমে পশ্চিমবঙ্গের গভর্নরের পক্ষ থেকে একটি বিবৃতি পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বিবৃতিতে বলা হয়, গভর্নর এমন কিছু বলেননি, যাতে মমতা অপমান, হুমকি কিংবা লাঞ্ছিত হওয়ার বোধ পেতে পারেন।
গভর্নরের দপ্তর থেকে পাঠানো ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘রাজ্যের উদ্ভূত পরিস্থিতিতে সম্মানিত গভর্নর নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না।’-এনডিটিভি