
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
সাভারের আশুলিয়ায় ফেসবুকে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম আরিফ নামে এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার আশুলিয়ার বসুন্ধরার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আশরাফুল ইসলাম আরিফ জামালপুর জেলার বাসিন্দা।
র্যাব ৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, ১৬ নভেম্বর র্যাব ৪-এর কাছে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। এরপর অভিযুক্তকে ধরতে তদন্ত শুরু করে এবং ওই এলাকায় অভিযান চালিয়ে আরিফকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আরিফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আশুলিয়ার স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে ওই কিশোরী। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে আরিফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৪ এপ্রিল বিয়ের আশ্বাসে কাজি অফিসে নেয়ার কথা বলে বাইপাইল বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন আরিফ। এরপর বিয়ে না করে ওই ছাত্রীকে বাসায় পাঠিয়ে দেন। পরে বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে একই ফ্ল্যাটে নিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেন।
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar