নিজস্ব প্রতিবেদক | ০২ জুলাই ২০১৮ | ৫:০১ অপরাহ্ণ
ফেসবুকে সাধারণ মানুষকে যৌনতায় লিপ্ত হতে উৎসাহিত করছে বেশ কিছু অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ। এর মধ্যে অন্যতম তিশা খান‘…কলগার্ল’, ‘…কল গার্ল সার্ভিস’। এগুলোতে নারীদের যৌন আবেদনময়ী ছবি তুলে বিজ্ঞাপন দেওয়া হয়।
অনলাইনভিত্তিক এই গ্রুপগুলো বাসায় বা ফ্ল্যাটে যৌনকর্মী সরবরাহ করার কথা বলছে। এমনকি শত ভাগ সততা ও গোপনীয়তার সঙ্গে কাজ করার নিশ্চয়তার কথা বলছে।
তিশা খান আইডি থেকে দেওয়া বিজ্ঞাপনে তাদের কোন ঠিকানা না দিলেও যোগাযোগের জন্য 01704463767 নন্বার দেওয়া হয়।
বেশ কিছু দিন তিশা খান আইডি থেকে আজকের অগ্রবাণী পেজে কিছু অশ্লিল ম্যাসেজ পাঠায়।
নিম্নে ম্যাসেজটি তুলে ধরা হলো।
ঢাকায় অনলাইনে যৌন ব্যবসার অভিযোগে এবছরের ১৭ এপেরুল এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেফতারের পর মাহতাব রফিক নামের ওই ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। পুলিশ এ প্রতারক চক্রকে গ্রেফতার বলে জানা গেছে।