
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
কুমিল্লার প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইল ৯০ বছর বয়সে বিয়ে করেছেন। পাত্রী ৩৭ বয়সী মিনোয়ারা আক্তার। গতকাল থেকেই এই বিয়ে‘টক অব দি কান্ট্রি’। বিষয়টি নিয়ে অনেকেই ট্রোল করলেও সাধুবাদ জানিয়ে জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
ফেসবুকে ৯০ বছর বয়সে বিয়ে করাকে সাধুবাদ জানিয়ে আসিফ লিখেছেন: ‘কুমিল্লা বার এসোসিয়েশনের পাঁচবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসমাঈল হোসেন চাচা এখন টক অব দ্যা কান্ট্রি। কোনো অপরাধ করেননি তিনি, নব্বই বছর বয়সে বিয়ে করে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন। কুমিল্লায় পাশাপাশি থাকি একই মহল্লায়, আত্মীয়তা না থাকলেও পারিবারিকভাবে আমরা সম্পৃক্ত। প্রায় ছয় ফুট লম্বা একহারা গড়নের ফর্সা সুন্দর মানুষ তিনি। আইনজীবী হিসেবেও যথেষ্ট প্রথিতযশা। চাচার পাঁচ ছেলে এক মেয়ে এবং নাতি নাতনীরা ঘটকের মাধ্যমে তাকে বিয়ে দিয়েছেন ঘটা করে। চাচী মারা গেছেন আরো বেশ কিছু বছর আগে, দীর্ঘদিন অসুস্থ্যও ছিলেন। চাচার একাকীত্ব দূর করার জন্য সন্তানদের এই পদক্ষেপ আমার কাছে অতুলনীয় মনে হয়েছে। নতুন চাচীও বলেছেন তিনি খেদমত করার মানসিকতা নিয়েই এই বিয়েতে সানন্দে রাজী হয়েছেন।’
Posted ৭:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar