অগ্রবাণী ডেস্ক: | ০৪ এপ্রিল ২০১৭ | ৭:৪১ অপরাহ্ণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্কুল ফাঁকি দিয়ে ফেসবুক ব্যবহার করায় বাবার বকুনি খেয়ে ইয়াছিন হোসেন (১৪) নামের পঞ্চম শ্রেণির স্কুলছাত্র ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলায় উত্তর কেরোয়া গ্রামের ৯নং ওয়ার্ডের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। সে একই এলাকার কৃষক আব্দুল মান্নানের পুত্র ও কেরোয়া সিরাজীয়া স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৬নং কেরোয়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান কামাল বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। কৃষক বাবা তার ছেলে স্কুলে না যাওয়ায় বকাঝকা করায় আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এস-আই) মো. শরীফ হোসেন বলেন, আত্মহত্যার ব্যাপারে পরিবার ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় লাশটি ময়না তদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
-এলএস