
সাইফুল ইসলাম, ফরিদপুরের সালথা থেকে : | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
একুশের প্রথম প্রহরে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লাবু চৌধুরী।
এরপর একে একে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সালথা থানা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সালথা সরকারি কলেজ, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এসয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar