
মো. সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: | সোমবার, ০২ মার্চ ২০২০ | প্রিন্ট
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুর্ণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কমর্কর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান প্রমূখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার ভোটার হওয়ার বিষয়ে তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Posted ৭:২৫ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar