
| শুক্রবার, ০২ জুলাই ২০২১ | প্রিন্ট
বগুড়ার বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতাল করোনা ইউনিটে হাইফ্লো ক্যানোলা নজেল সংকটের কারণে গুরুতর করোনা করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ না দিতে পারায় মাত্র ১৩ ঘন্টায় মারা গেছেন ৭ রোগী। যা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে ।
সুত্রে জানা গেছে , ২৫০ শয্যার বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালকে গতবছর করোনা ইউনিট ঘোষনার পর এই প্রথম এক সাথে এতগুলো রোগীর পাণহানির ঘটনা ঘটলো ।
হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল সাংবাদিকদের জানান, সম্প্রতি এই হাসপাতালটিতে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহের জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম কার্যকর হয়েছে। তবে যেসব রোগীর হাইফ্লো অক্সিজেন প্রয়োজন তাদের জন্য মাত্র দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে। অথচ বর্তমানে এই হাসপাতালে করোনা রোগী হিসেবে চিকিৎসাধীন ২২৩ জন রোগীর মধ্যে অর্ধেকেরই অবস্থা সংকটাপন্ন।
ফলে গত বৃহষ্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এই হাসপাতালে মারা গেছেন ৭ করোনা রোগী। যা উদ্বেগজনক বলে জানান তিনি।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar