অনলাইন ডেস্ক | ২৮ মার্চ ২০১৭ | ৫:২৫ অপরাহ্ণ
বগুড়ার ধুনট উপজেলায় সাজিনা গাছের ডাল ভেঙে পড়ে শরিফুল ইসলাম সজিব (১৫) নামে এক শিক্ষার্থীর আজ মৃত্যু হয়েছে। সজিব ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে এবং সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ মার্চ বিকেল ৫টার দিকে সোনাহাটা বাজারে ভাড়া বাসার পাশে একটি সাজিনা গাছ থেকে সাজিনা পাড়ার সময় পড়ে গিয়ে আহত হয়। পরে তাকে আহত অবস্থায় প্রথমে বগুড়ায় এবং পরে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকালে সে মারা যায়।
বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের পরিচালক শাহ আলম বলেন, শরিফুল ইসলাম সজিব মায়ের সাথে সোনাহাটা বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকতো। সজিবের বাবা চাকরির সুবাদে মালয়েশিয়ায় থাকেন।