
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ | প্রিন্ট
মাদারীপুরের শিবচর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মাদ্রাসার নামকরণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
১৯৮০ সালে শিবচর উপজেলার চরজানাজাত এলাকায় প্রতিষ্ঠিত হয় এমএস দাখিল মাদ্রাসা। পরে পদ্মা নদীতে মাদ্রাসাটি বিলীন হয়ে যায়। পরে ২০১৯ সালে দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় আবারও প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু হয়
বর্তমানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মাদ্রাসাটিতে ৩০০ জন শিক্ষার্থী ও ১৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। বঙ্গবন্ধুকে ভালবেসে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মাদ্রাসার নামকরণের দাবি জানান।
মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল আলিম মিয়া, সুপার দোলোয়ার হোসেন, শিক্ষক জাহাঙ্গীর হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar