গোপালগঞ্জ প্রতিনিধি: | ০৬ আগস্ট ২০১৭ | ৭:১৪ অপরাহ্ণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ইডেন মহিলা কলেজ শাখা।
রবিবার বিকাল ৪.০০ টায় তারা বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে শহীদদের রুহের মাগফিরত কামনায় দোয়া-মোনাযাত করেন।
এসময় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের আহবায়ক তাসলিম আক্তার, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, মো: রেজাউল হক বিশ্বাস, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শাহানারা আক্তার, নিশাত সাদিয়া, নাসিমা আক্তার, আঞ্জুমানারা অনু, মুনমুন নাহার বৈশাখী, জান্নাত আরা জান্নাত, তামান্না জেসমিন, ইসরাত জাহান ইতি, মাহাবুবা নাসরিন রূপা, উপস্থিত ছিলেন।