কাশিয়ানী (গোপালগঞ্জ) গোপালগঞ্জ | ২৫ নভেম্বর ২০১৭ | ৭:২৪ অপরাহ্ণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ায় কাশিয়ানীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ইউএনও এ, এস, এম মাঈন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামচুন্নাহার মিনা জামান, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলী নূর হোসেন পিপিএম, জেলা পরিষদের সদস্য লুৎফর রহমান লুথু, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, আনোয়ার হোসেন আনু প্রমুখ।