মোঃ তারিকুল ইসলামঃ | ০৯ নভেম্বর ২০১৭ | ৪:৪৯ অপরাহ্ণ
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি পাওয়ায় ৯ নভেম্বর মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র এ্যাড: আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার, র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্বেষা সিনেমা হলে বেলা এগারোটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনি সহসভাপতি আশরাফ আলী আশু মিয়া, সহ সভাপতি জাফর ফকির, আবু জাফর মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এম.এম. মহিউদ্দিন আহম্মদ মুক্তু, সাইফুল ইসলাম টুটুল, আওয়ামীলীগ নেতা হুজ্জাত হোসেন লিটু, মুকসুদপুর পৌর আওয়ামীলীগ সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, উজানী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বোষ, জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগী, জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন মিয়া ও শেখ শাহরিয়ার বিপ্লব, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি, পৌর ছাত্রলীগ সভাপতি ও কলেজ ছাত্রলীগ সভাপতিসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।