অগ্রবাণী ডেস্ক | ২৫ জুন ২০১৭ | ১১:২৯ পূর্বাহ্ণ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের দিন কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেগম খালেদা জিয়ার এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার আজ শনিবার এ কথা জানিয়েছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন ঈদের দিন বেলা সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক এবং পৌনে ১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের অপর সদস্য শায়রুল কবির খান জানান, শুভেচ্ছা বিনিময় শেষে বেগম জিয়া শেরেবাংলানগরে অবস্থিত প্রয়াত স্বামী জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর তিনি বনানীস্থ কবরস্থানে প্রয়াত কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন।