
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
সংগঠন ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (বিপিপি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতিসহ চারজনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন বিপিপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী শাহাদাত হোসেন শেলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মামুনুর রশিদ এবং কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
গত শনিবার ২২ ফেব্রুয়ারি রাতে বিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল রোববার সংগঠনের সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Posted ৫:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar